Homeউৎসববাংলাদেশি ক্ল্যাসিক রসগোল্লা

বাংলাদেশি ক্ল্যাসিক রসগোল্লা

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

বাংলাদেশি ক্ল্যাসিক রসগোল্লা

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

ঘরে বসেই এই মজাদার মিষ্টি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে ফেলুন মিষ্টির দোকানের মত পারফেক্ট ভাবে নরম তুলতুলে রসগোল্লা।

প্রথম ধাপঃ ছানা (ফুল ক্রিম তরল দুধে ১ লিটার ও টক দই ৩০০ মিঃলিঃ মিশিয়ে ছানা বানিয়ে নিতে হবে)
ময়দা ১ টে চামচ
চিনি ২ টে চামচ
ঘি
ভিনেগার পরিমাণমত
সুতি কাপড়

ছানা তৈরির নিয়মঃ প্রথমে ছানা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দুধ ফুল ফ্যাট দুধ হয় আর ভালো মানের হয়। আমি ১ লিটার ফুল ফ্যাট তরল দুধ জ্বাল দিয়ে ৩০০ মিঃ লিঃ করেছি। এই দুধ দিয়ে টক দই বানিয়েছি। তারপর সুতি কাপড়ে ছানা ঢেলে পানি দিয়ে ধুতে নিন। হাত দিয়ে চিপে পানি ফেলে দিতে হবে ও ৩-৪ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। যাতে অবশিষ্ট পানিও যাতে যায়।

এবার এই ছানা ভালোভাবে মথে নিয়ে এর সাথে ময়দা মিশিয়ে নিন। ময়দা মিশিয়ে তা জোরে জোরে মিশানো যাবে না। হালকা হাতে ডো মিশিয়ে নিলেই হবে। এই মিশ্রণে চিনি দিয়ে ডো তৈরি করে নিন। কোনভাবেই ডো শক্ত করা যাব না । তাহলে মিষ্টি ফেটে যাবে। ক্লাসিক রসগোল্লার ডো ১০ মিনিটের মত মথে নিন। ভালো করে মথতে পারলে মিষ্টি স্পঞ্জি হবে। ১৫ মিনিটের জন্য ডোটাকে ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখুন।

এবার হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে ডো থেকে ছোট বলের শেইপ করে মিষ্টি বানিয়ে নিন। খেয়াল রাখতে হবে যে মিষ্টি যেন ফেটে না যায়। আমার এই পরিমাপ থেকে মিডিয়াম সাইজের ১২ টি মিষ্টি হয়ে ছিলো।

দ্বিতীয় ধাপঃ এবার বড় পাতিলে চিনি ২ কাপ, পানি ৫ কাপ এবং সামান্য লেবুর রস দিয়ে জাল দিন। চিনি গেলে এবং এক বলক আসলে পাতিলে ২ টি এলাচি দিয়ে বলগুলো দিয়ে দিন। বল দিয়ে ১৫ মিনিটের জন্য ফুল আঁচে জ্বাল দিন। তারপর ১/২ ঘন্টার জন্য একদম মিডিয়াম আঁচে বসিয়ে রাখুন। এতে মিষ্টির ভেতর সিরা খুব ভালো ঢুকবে এবং মিষ্টি নরম হবে। মিষ্টি হয়ে গেলে চুলা বন্ধ করে এলাচিগুলো তুলে ফেলে দিন এবং ৬ ঘণ্টার জন্য ঢেকে রাখুন। তৈরি হয়ে গেল বাংলাদেশি ক্ল্যাসিক রসগোল্লা পারফেক্ট ভাবে তৈরি হবে।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular