========================================================
“TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।
তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।
আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org“-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।
========================================================
বিস্কুট
রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার
উপকরণঃ ময়দা ২ কাপ
চিনি (গুঁড়া) ১ কাপ (চিনি কম বেশি করা যাবে)
লবণ ১ চিমটি
কালোজিরা হাফ চা চামুচ
বাটার (গলানো) ৪ টে চামচ
সাদা তেল ১ কাপের ৩/৪ ভাগ
দুধ (ঘন) ৩/৪ চামচ
বেকিং পাউডার হাফ চা চামচ
রান্না করার নিয়মঃ প্রথমে বাটিতে ময়দা বাটার, তেল, চিনি, লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঝুরঝুরা হলে বাটার দিয়ে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে তেল ও কালোজিরা দিয়ে দিয়ে ডো তৈরি করুন। যদি ডো করার সময় মনে হয় বেশি ঝুরঝুরা হয়েছে তাহলে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিন।
এবার ডো টাকে ১০/১৫ মিনিটের জন্য সুতি কাপড় ভিজিয়ে ঢেকে রাখুন। ১৫ মিনিট পরে ইচ্ছে মতো সেইপে বিস্কুট বানিয়ে নিন। তারপর ছড়ানো বড় পাতিলে বালি দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে বেকিং ট্রে বা স্টিলের থালিতে একটু বাটার বা তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে ১৫/২০ মিনিট বেক করুন। এভাবে সবগুলা বিস্কুট রান্না করতে হবে। বিস্কুট গরম অবস্থায় নরম থাকে ঠান্ডা হলে মচমচে হবে।
বিঃদ্রঃ পাতিলটা প্রথমে বিস্কিট রান্না করতে দেওয়ার আগে পাঁচ মিনিট দিয়ে প্রি-হিট করে নিন। আর ওভেনে করতে হলে প্রথমে ৫ মিনিট প্রি-হিট করে ১৭০ ডিগ্রীতে ২০-২৫ মিনিট রান্না করুন।